গাজীপুর: গাজীপুরের কোনাবাড়িতে বেতন ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছে। এসময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটলে আহত হয় অন্তত ৫ শ্রমিক।

সহিংসতা এড়াতে ২০ টি কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ জানায়, বুধবার সকাল থেকে কোনাবাড়ির এন টি কে সি পোশাক কারখানাসহ আশেপাশের বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন ভাতা বাড়ানোর দাবিতে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে।

এক পর্যায়ে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় পুলিশ লাঠিচার্জ করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বেশকয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় পোশাক শ্রমিকরা।

এ ঘটনায় আহত হয়েছে অন্তত ০৫ শ্রমিক। উদ্ভূত পরিস্থিতিতে সহিংসতা এড়াতে কোনাবাড়ি এলাকা ও এর আশেপাশে ২০টি কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নিরাপত্তা রক্ষায় পুলিশ টহল অব্যাহত রাখা হয়েছে।

মোসাদ্দেক হোসেন/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here