নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসের চাপায় আহত এক নারী শ্রমিক নিহত হওয়ার গুজবে শুক্রবার বিকেল সাড়ে ৪টা হতে সোয়া ৫টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিল শ্রমিকেরা। এসময় তারা বিআরটিসির ৪টি গাড়ি ও ২টি টেম্পু ভাংচুর করে। শ্রমিকেরা এ ৪টি বাস আটক করে রেখেছে। আহত নারী শ্রমিক নাসরিনকে (২৫) কাঁচপুরে শুভেচ্ছা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সে কাঁচপুরে অবস্থিত রপ্তানিমুখি শিল্প প্রতিষ্ঠান সিনহা গ্রুপের সুইং অপারেটর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জোন-৪ এর এস আই জহিরুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টায় কারখানা ছুটির পর রাসত্মা পার হওয়ার সময়ে ঢাকা-সিলেট মহাসড়কে নাসরিনকে নরসিংদি গাড়ি বিআরটিসি পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে নাসরিন মাটিয়ে লুটিয়ে পড়ে। তাকে দ্রম্নত ক্লিনিকে নেওয়া হয়। দুর্ঘটনার পর অন্য শ্রমিকেরা বাসটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।

নাসরিন বাসের চাপায় মারা গেছে এ খবর ছড়িয়ে পড়লে সিনহা গ্রুপের শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা সংঘবদ্ধ হয়ে বিকেল ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা বিআরটিসির ৪টি বাস আটক করে ভাংচুর করে। এসময় যাত্রীবাহঅ ২টি টেম্পুও ভাংচুর করা হয়।

খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে। পরে বিকেল সোয়া ৫টায় আবারো যান চলাচল শুরু হয়। সড়ক অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here