মাহমুদা হক মনিরা :: বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) এর উদ্যোগে ‘করোনা পরিস্থিতি ও শ্রমজীবী শিশুদের অবস্থা’ শীর্ষক স্কুল ভিক্তিক জাতীয় রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ইকবাল রোডে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন।

এএসডির নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইজীবী এডভোকেট দেলোয়ার হোসেন, গণমাধ্যম কর্মী, লেখক ও সাহিত্যিক তাহমিনা শিল্পী।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী শিশু ও অভিভাবকরা ছাড়াও এএসডির ডিসিএইচআর প্রকল্পের ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রজেক্ট অফিসার গুল-ই-জান্নাত জেনী।

অনুষ্ঠানে অতিথিরা পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে ক্রেষ্ট, সার্টিফিকেট, বই তুলে দেন এবং ‘শিশু অধিকার নিয়ে শিশুদের ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন বলেন, “শিক্ষা শুধু বইয়ে আটকে থাকলে হবে না, আশেপাশের পরিবেশ থেকে সকল পরিস্থিতিতেই শিক্ষা অর্জন জরুরি। শুধু পুরষ্কার পাওয়াটাই বড় না, পাশাপাশি প্রকৃত জ্ঞানার্জন করা এবং ভালো একজন মানুষ হওয়াটা সবচেয়ে জরুরি।”

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ডিসিএইচআর প্রজেক্টের প্রজেক্ট অফিসার ফারহানা সুলতানা শিশুদের উদ্দেশ্যে বলেন, “আজকাল ইন্টারনেটের মাধ্যমে তথ্য পাওয়া খুবই সহজ, তবে আমরা চাই শিশুদের নিজস্ব ভাবনা। করোনা পরিস্থিতি ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আমরা ভাবনা রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছে তাদের সবাইকে স্বাগত।”

ক বিভাগে পুরষ্কার বিজয়ী মাহিয়া খাতুন বলেন, “আশেপাশের সুবিধা বঞ্চিত শিশুদের করোনাকালীন নিরাপত্তা নিয়ে ভাবনা থেকেই আমি রচনা লেখা শুরু করি এবং আমি তৃতীয় স্থান অর্জন করেছি। এএসডি এর কাছে আমি কৃতজ্ঞ।”

খ বিভাগে পুরষ্কার বিজয়ী মোনতাহা মাহি বলেন, “আমার একটি আবেদন করোনা ভ্যাক্সিন প্রথম যখন আসবে সবার আগে পথশিশু যারা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত তাদের যেন আগে সুযোগ দেওয়া হয়।”

রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা হচ্ছেন- ক গ্রুপ (৬ষ্ঠ-৮ম শ্রেণী) ১ম শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এ্যান্ড কলেজের আনিশা সুলতানা (অরনি), ২য় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মুনতাহা মাহী, ৩য় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মাহিয়া খাতুন, ৪র্থ কুষ্টিয়া জিলা স্কুলের ফাহিম তানজীম, ৫ম ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের হুমায়রা আদিবা, খ গ্রুপ (৯ম-১০ম শ্রেণী) ১ম ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাদমান সামি, ২য় ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের নাজিফা মালিয়াত নাযাহ্‌, ৩য় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের আদিবা হোসেন, ৪র্থ নোয়াখালী জিলা স্কুলের নীলেশ সাহা, ৫ম সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামিহা খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here