সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এই স্লোগানকে সামনে রেখে গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আলম প্যাদা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মো. শাহ আলম, জেলা উপদেষ্টা অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আ. রাজ্জাক, পটুয়াখালী জেলা সভাপতি সাইদুর রহমান খান, গলাচিপা উপজেলা আমীর ডা. মাওলানা মো. জাকির হোসেন এবং জেলা সাধারণ সম্পাদক আল মামুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ, মো. মোকছেদুল ইসলাম রুপম, বেল্লাল বিন সুলতান, শহিদুল ইসলাম শান্ত এবং সানাউল্লাহ শামীম।
সম্মেলন শেষে দুপুরে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন স্থানীয়, জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। র‍্যালিতে অংশ নেন গলাচিপা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মী ও নেতাকর্মীরা।
একই দিনে ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। সকাল ১০টায় গলাচিপা পৌরসভার সবুজবাগ মোড়, পানির ট্যাংকি রোডে এ কার্যালয়ের উদ্বোধন হয়। অনুষ্ঠানে স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী শেষে মিষ্টি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ সম্মেলনের মূল লক্ষ্য শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধে ভিত্তিক একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন। সম্মেলনের মাধ্যমে ২০২৫-২৬ সেশনের কার্যকরী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। এই সম্মেলন ও কার্যালয় উদ্বোধনের মাধ্যমে শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here