বাবা অভিষেক বচ্চন এখন মেয়ে ‘বেবি বি’কে নিজেদের বাড়ি জলসায় নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন। ঐশ্বরিয়া রাই বচ্চন চেয়েছিলেন, মেয়েকে নিয়ে তাঁর বাবার বাড়ি যাবেন। আগে নাকি দুই পরিবারের মধ্যে সে রকমই কথা হয়েছিল। কিন্তু মেয়ের মুখ দেখার পর আর চোখ ফেরাতে পারছেন না অভিষেক বচ্চন। এবার নিজেদের বাসায় স্ত্রী ও কন্যাকে তুলতে চান অভিষেক।
জানা গেছে, অভিষেকের ইচ্ছার কারণে নাকি শেষ পর্যন্ত মত পাল্টেছেন ঐশ্বরিয়াও। ঠিক হয়েছে মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতাল থেকে ঐশ্বরিয়া ও তাঁর শিশুকন্যাকে নিয়ে অভিষেক চলে যাবেন নিজেদের বাড়ি জলসাতে।
এরই মধ্যে সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে অভিষেক বচ্চন বলেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। দিন গুনছি, কবে ওদের নিয়ে নিজের বাসায় যেতে পারব। একসঙ্গে আনন্দ করব।’