শাহারিয়ার রহমান, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রাম থেকে আনিকা (৭) নামের এক স্কুল ছাত্রীকে অপহরণ করে পালানোর সময় অপহরণকারীকে জনতা হাতে-নাতে ধরে ফেলে। খবর পেয়ে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল ঘটনা স’লে পৌছে ৩ অপহরণকারীকে আটক করে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে। আনিকা শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে স’ানীয় বেড়বাড়ী বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
আটককৃতরা হচ্ছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকালিয়া পাড়ার হোদাই চৌধূরীর ছেলে ইলিয়াস হোসেন (৪৫), শৈলকুপা উপজেলার ভাটই গ্রামের আব্দুল মজিদের ছেলে গোলাম মর্তুজা (২৩) ও একই গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে মতিয়ার রহমান (৩৮) ।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফ আলী জানান, রোববার রাতে শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের আনোয়ার হোসেন তার স্ত্রী আফরোজা খাতুন ও মেয়ে আনিকাকে নিয়ে পাশ্ববর্তী দুধসর গ্রামের স্কুল মাঠে ধর্মসভা শুনতে যায়। আনিকা মেয়েদের জন্য নির্ধারিত স’ানে বসে থাকা তার মায়ের কাছ থেকে বাবার কাছে যাওয়ার কথা বলে বের হয়ে যায়। এ সময় অপহরণকারী ইলিয়াস হোসেন মিষ্টি খাওয়ানোর কথা বলে তাকে নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে স’ানীয় লোকজন আনিকা সহ ইলিয়াসকে ধরে ফেলে র্যাবকে খবর দেয়। র্যাব ঘটনা স’লে পৌছে ইলিয়াসের স্বীকারোক্তি মোতাবেক ভাটই গ্রাম থেকে রাত সাড়ে ১১ টার দিকে গোলাম মর্তুজা ও মতিয়ার রহমানকে আটক করে।
আজ সোমবার সকালে তাদেরকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে উক্ত থানায় দায়ের করা হয়েছে একটি অপহরণ মামলা ।