ঝিনাইদহের শৈলকুপা শহরে কুমার নদ থেকে আজ রোববার সকালে তুষার নামে এক ডিপ্লোমা প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে তার স্বজনরা। নিহত তুষার শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের জমির উদ্দীনের একমাত্র ছেলে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, শনিবার তুষার শৈলকুপার কবিরপুরে তার বোন বাড়িতে বেড়াতে আসেন। বিকাল ৩ টার দিকে তিনি বাড়ির পাশে কুমার নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যান। এ সময় ঘাটে গোসল করতে আসা অন্যান্য লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেও তুষারকে উদ্ধার করতে পারেনি।

ওসি আরো জানান, ফায়ার কর্মীরা ও আশপাশের লোকজন শনিবার সন্ধ্যা পর্যন্ত  তুষারকে উদ্ধার করতে ব্যর্থ হয়। রোববার সকাল ৯টার দিকে তুষারের আত্মীয় স্বজনরা শৈলকুপা শহরের কবিরপুর এলাকার কুমার নদে তল্লাসী চালিয়ে তুষারের মৃতদেহ উদ্ধার করে।

তুষারের পিতা জমির উদ্দীন জানান, তার ছেলে খুলনা পলিটেকনিক্যাল কলেজ থেকে ২০১০ সালে ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করে চাকরী খুজছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here