দিনাজপুরের বিরল উপজেলায় শীত জেঁকে বসেছে। টানা কয়দিনের ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারনে অসহায় ছিন্নমুল মানুষের জীবন-যাত্রা বিপর্যস- হয়ে পড়েছে। শীত নিবারনের জন্য গরম কাপড় না থাকায় চরম দুর্ভোগের মধ্যে জীবন যাপন করছে এ জনপদের গৃহহীন ছিন্নমূল মানুষগুলো। বিশেষ করে সন্ধ্যাকালে এবং সকালে শীতের দাপটের কাছে অসহায় মানুষ গুলো খড়-কুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। প্রচন্ড শীতে চরম কষ্ট ভোগ করছে শিশু ও বৃদ্ধরা।

উত্তরে হিমালয় ঘেঁষা বৃহত্তর দিনাজপুর অঞ্চলের মানুষ শীতের যে তীব্রতা ভোগ করে তা দেশের আর কোন জেলার মানুষ ভোগ করে না। আর এ জনপদের অধিকাংশ ছিন্নমূল মানুষ শীতের গরম কাপড় কিনতে না পারায় নিদারুণ কষ্টে জীবন যাপন করে। একদিকে শীতের হাত থেকে জীবন বাঁচার তাগিদ, অপরদিকে পেটের ক্ষুধা থাকলে ও তারা কাজের সন্ধানে যেতে পারেনা। বিরল উপজেলার সদ্য ঘোষিত বিরল পৌরসভা ও ১০ টি ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষের জন্য গত ১ সপ্তাহ আগে ত্রাণ অধিদপ্তর থেকে বিরল উপজেলা প্রশাসন মাত্র ৪ শ’৮৬টি কম্বল বরাদ্দ পেয়েছে। বুধবার দুপুরে বিরল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বী জানান, এ উপজেলার ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য পর্যাপ্ত পরিমাণ গরম কাপড় প্রয়োজন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সংকেত চৌধুরী/দিনাজপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here