কলিট তালুকদার, পাবনা প্রতিনিধি ::

শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় বুধবার (২৪ জানুয়ারি) পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কর্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। একই কারণে গত সোমবার ও মঙ্গলবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।

তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামলে পরবর্তীতেও বিদ্যালয়গুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী।

পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে- মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯ টায় পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ ডিগ্রী সেলসিয়াস। এর আগের দিন সোমবার (২২ জানুয়ারি)  ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here