আ হ ম ফয়সল, ঢাকা

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত নয়টায় রাজধানীতে শুরু হওয়া দুইদিন ব্যাপী জাতীয় কবিতা উৎসব ২০১২ সমাপ্ত হয়েছে। ‘কবিতা শোণিতে, স্বপ্নের ধ্বনিতে’ এই শ্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রিয় লাইব্রেরি চত্বরে গত বুধবার শুরু হয় এ উৎসব।

জাতীয় কবিতা পরিষদের আয়োজনে উৎসবের সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক আসলাম সানীর পরিচালনায় সান্ধ্য সমাপনী অনুষ্ঠানে কবিতা পাঠ করে শুনান, আলম তালুকদার, ফারুখ প্রধান, রিফাত আরা, কাজী হুমায়ুন কবীর, শেখ নুরুজ্জামান, বিমল চন্দ্র দাস, প্রত্যয় জসিম, এম আব্বাস উদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম, আলমগীর, জরিনা রহমান, আরিফ রহমান প্রমূখ।

জাতীয় কবিতা উৎসবকে ৯টি পর্বে ভাগ করে দেশী-বিদেশী বিভিন্ন কবিরা কবিতা পাঠ করে শুনান। এ ছাড়া কবিতা উৎসবে আজ বিকালের ৭ম পর্বে দেশীয় আঞ্চলিকসহ ১৬টি বিভিন্ন ভাষায় ১৮টি কবিতা শুনান হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here