শেরপুরের শ্রীবরদী সীমান্তে যুবক হত্যার বিচার দাবিতে  কর্ণঝোড়া বাজারে সোমবার মিছিল করেছে এলাকাবাসী।  সোমবার জেলা প্রশাসক কর্ণঝোড়া ইউপি ভবন পরিদর্শনে গেলে এ হত্যার জন্য বিজিবি ও ফরেস্ট কর্মচারীদের দায়ী করে তাদের বিচারের দাবি জানিয়ে স্মারক লিপি দেয়।

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারী শ্রীবরদী সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী মারাক পাড়ার বর্ডার রাস্তা থেকে মোরাদজল নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের মাথায় আঘাতের চিহ্ন ও রাস্তায় পড়ে থাকা রক্তে বুট জুতার ছাপ ছিল। এ হত্যাকান্ডে বিজিবি ও ফরেস্টবিট কর্মচারীরা জড়িত  অভিযোগে গত রোববার সন্ধায় কর্ণঝোড়া বাজারে তাদের বিচারের দাবিতে মিছিল করে  এলাকাবাসী। সোমবার শেরপুর জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্র ও লাইব্রেরী পরিদর্শনে গেলে এ হত্যার জন্য বিজিবি ও ফরেস্ট কর্মচারীদের বিচারের দাবীতে স্মারক লিপি দেয় নিহতের পরিবার ও এলাকাবাসী। পরে লাশ নিয়ে তারা বিক্ষোভ করে। নিহতের সদ্য বিবাহিত স্ত্রী জানায়, ওই দিন সকালে মোরাদজল মাঠে যায়।

দুপুরে আসার পথে ফরেস্ট ও বিজিবি সদস্যরা তাকে হত্যা করে। শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ রহমান জানান, মোরাদজল মুক্তিযোদ্ধার নাতি। ফরেস্ট ও বিজিবি সদস্যরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। লাশের রক্তে বুট জুতার ছাপ রয়েছে। তাছাড়া একটি ছোট শিশু ঘটনার কিছু আগে বিজিবি সদস্যদের ওই দিক থেকে যেতে দেখেছে। ফরেস্ট কর্মচারীরা বিজিবিকে ভাড়াটে হিসাবে কাজে লাগিয়েছে।

আমরা এ হত্যার বিচারের জন্য মিছিল ও বিক্ষোভ কর্মসূচী পালন করছি।  পোস্টমর্টেম শেষে সোমবার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here