সোমবার ভোরে শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি উপজেলার সীমান্ত গ্রাম পানিহাটা থেকে একটি চাইনিজ একে-৪৭ রাইফেল এবং ২০ রাইন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান সোমবার বেলা ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার ভোর ৪ টায় স্থানীয় চেয়রম্যান ও মেম্বারদের নিয়ে নালিতাবাড়ি উপজেলার পানিহাটা গ্রামের রনেন্দ্র মারাকের ছেলে নিবাস মারাকের বাড়ি তল্লাসী চালায়। এসময় রনেন্দ্র মারাকের রান্নাঘরের মাটির নিচ থেকে সাদা কাপড়ে মোড়ানো একটি চাইনিজ একে-৪৭ রাইফেল এবং ২০ রাইন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে বাড়ির মালিক নিবাস মারাক পালিয়ে যায় বলে পুলিশ সুপার জানিয়েছে। তাকে গ্রেফতার এবং ওই এলাকায় আরো তল্লাসী অভিযান চলছে বলেও তিনি জানান। এব্যাপারে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র ও গুলিগুলো কোথা থেকে কারা কি উদ্দেশ্যে ওই গ্রামে আনা হয়েছিল তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কিছু বলতে পারছে না বলে ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানিয়েছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর