সোমবার ভোরে শেরপুর জেলা শহরের গৌরীপুর মহল্লায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাসহ ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার ও ২ টি মনিটর, এক বস্তা জিহাদি সিডি, কয়েক হাজার পোস্টার, কয়েক শত বিভিন্ন জিহাদি বই, ৫০০ থেকে ২০ হাজার টাকার চাঁদা আদায় রশিদসহ শিবির ও বিভিন্ন ইসলামী সংগঠনের দলিল-দস্তাবেজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার খুনুয়া গ্রামের মৃত জাল মাহমুদের পুত্র ও ইসলামী ছাত্র শিবিরের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, জেলার নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র ও জেলা শিবিরের সাবেক সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং জেলার ঝিনাইগাতী উপজেলার তিনআনী গ্রামের শিবির কর্মী আমিনুর রশিদ।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের গৌরীপুর মহল্লার একটি ছাত্র মেসে অভিযান চালায়। এসময় ওই মেসের একটি কক্ষে নাশকতা মূলক কাজের পরিকল্পনার গোপন বৈঠক থেকে ইসলামী ছাত্র শিবিরের ওই ৩ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। এসময় শিবিরের সভাপতিসহ আরো ১৫ থেকে ১৬ জন নেতা-কর্মী পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করার পক্রিয়া চলছে এবং আরো অভিযান চলছে বলে পুলিশ সুপার জানায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর