জমি সংক্রান্ত বিরোধে শুক্রবার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলার পাড় গ্রামে আব্দুল মজিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের ঈদগাহ মাঠটির পাশের জমির মালিক স্থানীয় ইউনুস আলী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে আস্তে আস্ত ঈদগাহর জমি দখলে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রামবাসীর সাথে বিরোধ চলে আসছিল।
ওই অভিযোগের এক পর্যায়ে গ্রামবাসী, ঈদগাহ কমিটি ও ইউনুস আলীর সাথে আলোচনা করে সিন্ধান্ত নেয়া হয় উভয় জমি মাপা হবে।
সেই সুবাদে শুক্রবার বিকেল ৪ টায় ঈদগাহ কমিটির লোকজন এবং ইউনুস আলী যৌথভাবে জমি মাপার জন্য আমিন নিয়ে এসে জমি মাপা শুরু করলে প্রথমে বিরোধ শুরু হয়।
এসময় এলাকাবাসীর সাথে তুমুল তর্কাতর্কির এক পর্যায়ে ইউনুস আলী ও তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীর উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। ওই নিক্ষিপ্ত ইট এসে একই গ্রামের বৃদ্ধ আব্দুল মজিদের বুকে এসে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শ্রীবরদী থানা পুলিশ ঘটনা স্থলে এসে ওই হত্যান্ডের সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে বলে শ্রীবরদী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর