বৃহস্পতিবার শেরপুরের নকলা উপজেলার পশ্চিম টাকলি গ্রামের মোয়াজ্জল হোসেন (৬০) নামে লাশ চুরি সিন্ডিকেট দলের এক সদস্যকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। এসময় পঁচা লাশ থেকে কংকাল বের করার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

নকলা থানা পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত ৩ টার দিকে নকলা উপজেলার পশ্চিম টালকি গ্রামের লাশ চুরি সিন্ডিকেটের অন্যতম সদস্য মোয়াজ্জল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে একই গ্রামের সেন্টু নামে এক ব্যাক্তির বাড়িতে তল্লাসী চালালে তার ঘর থেকে কবর থেকে লাশ চুরির বিভিন্ন সরঞ্জামাদি, লাশের সাথে থাকা কাফনের কাপড় এবং পঁচা লাশ থেকে কংকাল বের করে আনার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এসময় সেন্টু পালিয়ে যায়।

নকলা থানার এস আই সুরুজ্জামান জানান, গেফতারকৃত মোয়াজ্জল ইতিপূর্বে কংকালসহ গ্রেফতার হযেছিল এবং সে কবর থেকে লাশ চুরি সিন্ডিকেট চক্রের অন্যতম সদস্য। এ লাশ চুরি চক্রের সদস্যরা জেলার বিভিন্ন গ্রামের বজ্রপাতে নিহত হওয়া এবং বিভিন্ন মৃত ব্যাক্তির কবর থেকে লাশ চুরি করে তা বাড়িতে নিয়ে সেদ্ধ করে ওই লাশের কংকাল বের করে। পরে সেই কংকাল দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে প্রতিটি কংকাল প্রায় ১ লাখ টাকায় বিক্রি করে থাকে বলে অভিযোগ রয়েছে।

এঘটনায় নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here