শেরপুর জেলা শহরের পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল নয় টায় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে। এতে ইমামতি করবেন শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা নুরল ইসলাম। দ্বিতীয় বৃহৎ জামাতটি অনুষ্ঠিত হবে একই সময়ে আজিম শেখ চাপাতলি ঈদগাহ মাঠে। এতে ইমামতি করবেন খরমপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো: আবুল হোসেন। এছাড়া সময়ের সামান্য ব্যবধানে মাইসাহেবা মসজিদ মাঠে, নবীনগর ফারুকিয়া দারুস সালাম মাদ্রাসা মাঠে, ইদ্রিসিয়া আলিম মাদ্রাসা মাঠে, কাজী বাড়ী ঈদগাহ মাঠে, নৌহাটা ঈদগাহ মাঠে, মীরগঞ্জ ঈদগাহ মাঠে, পুলিশ লাইন মাঠে, অষ্টমীতলা বাটারা মাঠে, ঢাকলহাটি ঈদগাহ মাঠে, শেখহাটি ঈদগাহ মাঠে, বয়ড়া পরানপুর ঈদগাহ মাঠে, কালিগঞ্জ দমদমা ঈদগাহ মাঠে, লছমনপুর দরবার শরীফ ঈদগাহ মাঠে, কসবা কাঠগড় ঈদগাহ মাঠে, শীতলপুর হাজী কলিম উদ্দিন ঈদগাহ মাঠে, গৌরিপুর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর