শেরপুরে জেলা প্রসাশনের উদ্যেগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন দোকানে জরিমানা করার প্রতিবাদে শেরপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের ব্যনারে অনিদৃষ্টকালের দোকান ধর্মঘট শুরু হয়েছে।
ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুরে শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের পরিচালনায় বিভিন্ন দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয় তুচ্ছ কারনে। গত ২ দিন আগেও একই কায়দায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয় বলে ব্যবসায়ীরা জানান।
এর প্রতিবাদে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে বলে শহরে মাইকিং করা হয় এবং সেসঙ্গে ব্যবসায়ীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিন করে। এসময় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর