ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ,শেরপুরের জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় যৌথ ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বুধবার জেলা শহরের ৮ টি ব্যাবসা প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। এসময় জেলা শহরের বিভিন্ন খাবার হোটেল, বেকারী, মনোহরি ও ওষুধের দোকানে ভেজাল খাদ্যদ্রব্য, এমআরপি না থাকা এবং মেয়াদ উর্ত্তীণ খাদ্য সামগ্রী রাখার অভিযোগে এসব ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়।   সর্বচ্চ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় রাসেল বেকারীতে। এছাড়া ১০ হাজার টাকা হোটেল আবির-নিবির, ৫ হাজার টাকা হোটেল ঝিনুক এবং আরো ৫টি ওষুধ ও মনোহরি দোকানে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান, শেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমীন আর পারভেজ, র‌্যাব-১২ এর ডিএডি মো. সঈদ, পুলিশের এসআই আনসার আলী প্রমূখ এ অভিযানে অংশ নেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here