বৃহস্পতিবার ভোরে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রাম থেকে ২৩ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে শেরপুরের ডিবি পুলিশ। সেইসাথে ওই মদ ভারত থেকে পাচার করে নিয়ে এসে বিক্রির অভিযোগে এক মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, ঝিনাইগাতী ফাকরাবাদ গ্রামের আনোয়ারা বেগম (২৫) এবং তার স্বামী আব্দুর রহিম (৩০) ও পাশ্ববর্তী হলদিগ্রামের হাসান (৩০)।
ডিবি’র ওসি মে. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতীর ওই গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রহিমের ঘরের মেঝের নিচ থেকে মদগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা ভারত থেকে পাচারকৃত বিভিন্ন মাদক ব্যাবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর