উৎসব মুখর পরিবেশে শেরপুরে উদযাপিত হয়েছে খ্রিষ্টান সমপ্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন। ধর্ম পল্লী ও গির্জা গুলোতে নেয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ দিবস উপলক্ষে জেলার খ্রিষ্টান অধ্যুষিত পাহাড়ি অঞ্চল মেতেছে আনন্দ-উৎসবে ও সেজেছে নতুন সাজে। গির্জা গুলো ও ক্রিসমাস ট্রি আর্কষনীয় ভাবে সাজানো হয়েছে। সীমান্তর্বর্তী ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শ্রীবরদী উপজেলাসহ জেলার প্রায় অর্ধশত ধর্ম পল্লী ও গির্জায় পালিত হয়েছে বড় দিনের বিভিন্ন অনুষ্ঠান।
ঝিনাইগাতীর মরিয়মনগর, ছোট গজনী ও বাকাকুড়া ধর্ম পল্লীতে পালিত হয় শুভ বড় দিন। ধর্ম পল্লী গুলোতে গারো খ্রিষ্টানরা ব্যাপক কর্মসূচী হাতে নেয়। রাত দশটায় বিশেষে খ্রীষ্টযোগ শেষে মরিয়ম নগর ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার আলেক্ররাবানল সিএসি শুভ বড় দিনের শুভেচ্ছাসহ ধর্ম পল্লীর আর্থ সামাজিক চিত্রের বাৎসরিক মুখপত্র ব্রিংনি বিবাল ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করেন । সকাল ৭টা ৩০মিনিট ও ৯টা ৩০মিনিটে বিশেষ খ্রীষ্টযোগ অনুষ্ঠিত হয়। গারো ছাত্র সংগঠন কর্তৃক মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র্যাফেল ড্র, কীর্তন গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি গারো বাড়িতে নানা ধরনের খাবারের আয়োজন করা হয়।
ইইনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর