বন্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পাড়  ভেঙ্গে বন্যার পানির তোড়ে মাটি সরে গিয়ে বালুঘাটা বাজারে যাওয়ার পথের ব্রীজটি দেবে যাওয়ায় সন্নাসীভিটা পশ্চিম এলাকার জনসাধারণের বালুঘাটা বাজারে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে।

দীর্ঘদিন অতিবাহিত হলেও ব্রীজটির সংস্কারের ব্যাপারে আজো কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। ফলে এলাকার শিক্ষার্থীসহ জনসাধারণের  চলাচল ও কৃষিপণ্য আনা নেয়ায় ব্যাপক সমস্যার সন্মুখীন  হয়ে চরম  দূভোগ পোহালেও যেন দেখার কেউ নেই ।

১৬ জুলাই  প্রবল বর্ষনে পাহাড়ী ঢলে চেল্লাখালী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাধেঁর কয়েক জায়গায় ভেঙ্গে যায়। ওই সময় কাঁচা ঘরবাড়ী বিধবস্ত ও ফসলাদি বিনষ্ট হয়। এমনকি প্রবল বেগে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হওয়ায় ওই ব্রীজটির পাশের মাটি সরে গিয়ে ব্রীজটি দেবে  যায় এবং ওই জায়গাটিতে ছোট খালের মতো সৃষ্টি হয়। বর্তমানে এলাকার জনসাধারণের বালুঘাটা বাজারে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। সেই সাথে জনসাধারণের কৃষিপণ্য ধান আনা-নেয়া ও বিক্রিতে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। ব্রীজটি অকেজো হয়ে পড়ায় পাশের ধান ক্ষেত দিয়ে মানুষ যাতায়াত করছে। ভুক্তোভুগি এলাকাবাসী এই দেবে যাওয়া ব্রিজটির  দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here