মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ পালন করেছে।
জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহমুদুর রহমান রুবেল, বিএনপি নেতা সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষ, সাবেক পিপি এ্যাডভোকেট আব্দুল মজিদ বাদল, সাইফুল ইসলাম , ফজলুল হক বাদসা, ফজলুল হক তারা, তৌহিদুল ইসলাম, আব্দুল আওয়াল চৌধুরী, হাতেম আলী, শওকত হোসেন, শহিদুল ইমলাম, লালন মোলা প্রমূখ।
সমাবেশের আগে জেলা ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দল পৃথক বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিন করে জেলা বিএনপি কার্যালয়ে জমায়েত হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর