শনিবার  শেরপুরের শ্রীবরদীতে নির্মাণাধীন হাসপাতালে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রীবরদী পৌর শহরের সাতানি শ্রীবরদী মহল্লায় এ ঘটনা নিয়ে উভয় পক্ষে সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

জানা যায়, শ্রীবরদী পৌর শহরের সাতানি শ্রীবরদী মহল্লার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফী লতার কেনা জমিতে তার স্ত্রী ডাঃ ফাতেমা জহুর সমপ্রতি ৭১ আশরাফী জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ শুরু করেন । এতে জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার দুপুরে একই মহল্লার হুমায়ুন কবির তালুকদার তার লোকবল নিয়ে কাজে বাধাঁ দেয়। এ সময় হাসপাতালের কর্মরত শ্রমিকদের সাথে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে লাঠি সোটা নিয়ে তাদের ওপর হামলা করলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে উভয় পক্ষের মধ্যে উত্তেজান বিরাজ করছে। ডাঃ আশরাফী লতা বলেন, আমি এখানে হাসপাতাল নির্মাণের কাজ করছি। দীর্ঘদিন ধরে তারা আমাকে নির্মাণের কাজে বাধাঁ দিয়ে আসছে। থানা অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, এ ব্যাপারে কেউ কোনো মামলা করেনি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here