তারেক জিয়ার ৪৭তম জন্মদিন উপলক্ষে শেরপুর জেলা সেচ্ছসেবক দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার বিকেলে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকনোজ্জামান তারেকের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপি’র সভাপতি ফজলুর রহমান তারা, যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রুমি, গোলাম মাহবুব স্বপন, সাইদুল ইসলাম তালুকদার প্রমূখ।
শনিবার দিবাগত রাত প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে শেরপুর জেলা বিএনপি কার্যালয়ে ১০ পাউন্ড ওজনের কেক কেটে জেলা বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দরা তারেক জিয়ার ৪৭ তম জন্মদিন উদ্যাপন করেন ।
জেলা যুবদল ও সদর উপজেলা শ্রমিকদলের যৌথ ভাবে এ জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে। কেক কাটার আগে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্ব্ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর