শেরপুর পৌরসভার ড্রেনসহ সওজ এর সড়কের প্রায় ৫ ফুট জায়গা দখল করে নিয়েছে স্থানীয় এক প্রভাবশালী মহল। এ দখল ঠেকাতে শেরপুর পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর রুমান নিজেও অসহাত্বের কথা জানিয়েছে।
জানাগেছে, সমপ্রতি শেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের খরমপুর মহল্লার তিন রাস্তার মোড়ের সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশের প্রায় তিন ফুট জায়গায় সিমেন্টের ঢালাই করে দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী কাশেম মিয়ার ছেলে মানিক মিয়া। এছাড়া ওই সড়কের পাশের শেরপুর পৌরসভার ড্রেনটিও অনেক আগেই দখল করে নিয়ে সেখানে টং দোকান ঘর বসিয়ে ওই ড্রেন বন্ধ করে দিলেও শেরপুর পৌর কর্তৃপক্ষ উদাসিন রয়েছে। সমপ্রতি পৌরসভা কর্তৃক ড্রেনটি উদ্ধার ও পরিস্কারের জন্য সুইপাররা গেলে তারা ড্রেনটি পরিস্কার না করেই ফিরে যায় ওই প্রভাবশালী ব্যাক্তির দাপটে।
এরপর গত ১৯ জানুয়ারী বৃহস্পতিবার রাতের অন্ধকারে ওই ড্রেনের পাশের সড়ক ও জনপথের প্রায় ৩ ফুট জায়গা সিমেন্টের ঢালাই করে দখল নিয়ে নেয় ওই প্রভাবশালী ব্যাক্তি। ফলে শহরের ব্যাস্ততম ওই সড়কে সবসময়ই ব্যাপক যানজট লেগে থাকছে। এদিকে ওই জায়গা দখলের ব্যাপারে এলাকাবাসীর কেউই ওই প্রভাবশালী ব্যাক্তির ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছে না।
এব্যাপারে শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর রুমান জানান, আমি ওই জায়গাটি দখল ঠেকাতে পুলিশ পাঠিয়েও ব্যার্থ হয়েছি।
এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আসলাম আলী জানান, বিষয়টি আমার জানা নেই। তবে আমি লোক পাঠিয়ে দেখবো। যদি বিষয়টি সত্যি হয় তবে সে স্থাপনা ভেঙ্গে দেয়া হবে।
এব্যাপারে দখলদার মানিক মিয়া জানায়, বিষয়টি পৌর মেয়র জানেন। আমি জায়গা দখল করিনি। জনসাধারণের চলাচলের সুবিধার জন্য জায়গাটি পাকা করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বললে তা ভেঙ্গে ফেলা হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর