বুধবার দুপুরে শেরপুর সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা খুনুয়া গ্রাম থেকে ১ হাজার, ৫ শত এবং ১ হাজার  মূল্যের মোট ৪ হাজার ২ শত জাল টাকাসহ  নঈম উদ্দিন (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা মো. আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আরাইটার দিকে শেরপুর সদর উপজেলার খুনুয়া গ্রামের হাসমত আলীর ছেলে নঈম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘর থেকে ১ হাজার টাকা মূল্যের ১টি, ৫ শত টাকা মূল্যের ২টি এবং ১ শ টাকা মূল্যের ২২ টিসহ মোট ৪ হাজার ২ শত টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসময় নঈম উদ্দিনকে উদ্ধারকৃত ওই জাল টাকাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নঈম উদ্দিন জাল টাকা সরবরাহের সাথে জড়িত রয়েছে বলে ওসি আকরাম হোসেন জানান। তবে তদন্ত শেষে এব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর প্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here