শাহরিয়ার মিল্টন, শেরপুর
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী গ্রামে চাচার হাতে নির্মমভাবে খুন হয়েছে ভাতিজা ৩ সন্তানের জনক হাবেজ আলী (২৮)।
জানা গেছে, অপ্রাপ্ত বয়স্ক থাকায় প্রাপ্ত বয়স্ক হওয়ার পর নিজ সন্তানদের লিখে দেয়ার শর্তে মৃত্যুর আগে আব্দুল লতিফ তার ভাইয়ের নামে জমি লিখে যান। বর্তমানে মৃত লতিফের সন-ান হাবেজ আলী ও শহিদুল ইসলামদের প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়ায় চাচা গিয়াস উদ্দিনের সঙ্গে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার রাতে চাচাতো ভাই কাদিরের উঠানে এ নিয়ে এক বৈঠক বসে। এতে উভয়পক্ষের বাকবিতন্ডার একপর্যায়ে চাচা গিয়াস উদ্দিন, চাচাতো ভাই কাদিরসহ সংশ্লিষ্টরা হাবেজ আলীকে আক্রমন করে। এসময় ঘটনাস’লেই প্রাণ হারায় হাবেজ আলী। নিহতের ছোট ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ৩০২/৩৪ ধারায় একটি হত্যামামলা দায়ের করেছে।এ ঘটনায় পুলিশ আব্দুল্ললাহ ও মনির নামে দুইজনকে গ্রেফতার করেছে । লাশ ময়না তদনে-র জন্য মর্গে পাঠানো হয়েছে।