শেরপুরের সীমান-বর্তী ঝিনাইগাতী উপজেলায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী গ্রামীণ জীবনযাত্রা মেলা। সোসাইটি ফর বায়োডারসিটি কনজারভেশন বা এসবিসি’র আয়োজনে অনুষ্ঠিত এ মেলা উদ্বোধন করেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবর্দী) আসনের এমপি ইঞ্জিনিয়ার ফজলুল হক চান।

রোববার বেলা ১২ টায় স’ানীয় স্টেডিয়াম মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এরপর এমপি ফজলুল হক চান  ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন । দুপুরে মেলার মাঠে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে এসবিসি’র সভাপতি রবেতা ম্রং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স’ানীয় এমপি ফজলুল হক চান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ হারুন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস-াফা, আওয়ামীলীগ নেতা মোফাজ্জল হোসেন চান, মধুপুর আদিবাসী পরিষদের যুগ্ম-সম্পাদক ইউজিন নকরেক, স’ানীয় এডিপি কর্মকর্তা ফ্রান্সিস পিনাক, ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খোকা প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এসবিসি’র নির্বহী পরিচালক নিলীপ ম্রং।

মেলার প্রথম দিন র‌্যালী-আলোচনা সভা ছাড়াও অনুষ্ঠিত হয় গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। এছাড়া মেলার দ্বিতীয় দিন সোমবার ‘জলবায়ূ অভিযোজন ঃ কৃষি ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক ওরিয়েন্টেশন, খাদ্য উৎসব, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষ দিন মঙ্গলবার রয়েছে স’ানীয় কৃষি শুনানী, রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় ৩৫টি স্টলে স’ানীয় উপজাতি-বাঙ্গালী কৃষকদের কৃষি উপকরণ ও কৃষি সামগ্রী এবং নার্সরীসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হবে।

গ্রামীণ জীবনযাত্রার স’ায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান বা সিএসআরএল কর্তৃক প্রনীত ‘সামগ্রিক কৃষি সংস্কার কমৃসূচী’র আলোকে কৃষি সংশ্লিষ্ট নীতিসমূহ ক্ষুদ্র ও প্রানি-ক কৃষকের পক্ষে প্রভাবিত করার লক্ষ্যে কৃষি প্রতিবেশ আঞ্চলিক দাবিসমূহের পক্ষে জনমত এবং কৃষিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় জলবায়ু অভিযোজন সংশ্লিষ্ট সচেতনতা তৈরী করা এ মেলার মূল উদ্দেশ্য বলে জানালেন মেলার আয়োজনকারী বক্তারা।

শাহরিয়ার মিল্টন, শেরপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here