শেরপুরের পুলিশ প্রায় দেড় হাজার বছরের পুরনো পাল যুগের মূল্যবান ধাতবের তৈরী কোটি টাকা মূল্যের বোদ্ধ মুর্তিসহ ৩ জনকে আটক করেছে। এরা হলো, শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুহুল আমীন ভুট্টো (৩৫), কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার খাটিয়ামারি গ্রামের মাহমুদ আলীর ছেলে মোন্তাজ আলী (৪০) এবং একই উপজেলার বন্দর গ্রামের জাবেদ আলীর ছেলে নিজাম উদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে পুলিশ ক্রেতা সেজে শহরের এগ্রিকালচার এলাকায় যায়। এসময় ওই মুর্ত্তিসহ রুহুল আমীন ছদ্দবেশী পুলিশের কাছে হাজির হয় এবং মুত্তিটি ২৫ লক্ষ টাকায় বিক্রির জন্য দরদাম চুকানো হয়। এসময় পুলিশ মুত্তিটিসহ রুহুল আমীনকে আটক করে ডিবি অফিসে নিয়ে আসে। পরবর্তিতে রুহুল আমীনকে জিজ্ঞাসাবাদ করে মুর্ত্তি পাচার চক্রের আরো দুই সদস্যকে ডিবি পুলিশ কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে শনিবার ভোরে আটক করে নিয়ে আসে।
প্রাথমিকভাবে আটককৃতরা মুর্তি পাচার ও মুর্তি দেখিয়ে বিভিন্ন শ্রেনীর মানুষের কাছ থেকে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। তবে পুলিশ বলেছে, আটককৃত কুড়িগ্রামের ওই দুই ব্যাক্তির কাছে প্রায় ১৮ কেজি ওজনে একটি কষ্টি পাথরের মুর্তি আছে বলে তাদের কাছে তথ্য প্রমান রয়েছে। তবে তাদেরকে রিমান্ডে আনলে সে ব্যাপারে আরো তথ্য পাওয়া যাবে বলে পুলিশ ধারনা করছে।
আটককৃতদের বিরুদ্ধে ডিবি’র এসআই বিপলব বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করে শনিবার তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর