শাহরিয়ার মিল্টন, শেরপুর
পূর্ব শত্রুতার জের ধরে শেরপুরে হাসু মিয়া (৫০) নামে এক কৃষক খুন হয়েছে। নিহত কৃষকের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামে। শনিবার রাতে এঘটনা ঘটে। শেরপুর সদর থানা পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করেছে।
শেরপুর সদর থানার এসআই পারভেজ জানান, হরিণধরা গ্রামের কৃষক হাসু মিয়া শনিবার গভীর রাতে দু’জন সঙ্গিসহ বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে ৪/৫ দুস্কৃতিকারী ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তার পথ রোধ করে। এসময় তার সঙ্গি দু’জন দৌড়ে পালিয়ে গেলেও আটকা পড়ে হাসু। হাসুকে ওই দুস্কৃতিকারীরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।