বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শহর এলাকায় প্রদীপ চন্দ্র বর্মন (২৭) এক নারী উত্ত্যক্তকারী বখাটেকে জনতা হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।
প্রদীপ বর্মন ঝিনাইগাতী এলাকার ফরেষ্ট কর্মচারী দিগেন চন্দ্র বর্মনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঝিনাইগাতীর আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী (ফাতেমা) কলেজ থেকে রিক্সায় বাসায় ফেরার পথে ঝিনাইগাতী বাজারে শত শত মানুষের সামনে প্রদীপ মেয়েটির রিক্সা আটকিয়ে মেয়েটিকে ঝাপটিয়ে ধরে টেনে-হিচড়ে পাশের একটি দোকান ঘরে নিয়ে যাওায়ার চেষ্টা করে।
এসময় মেয়েটির ডাক-চিৎকারে এলাকাবাসী প্রদীপকে আটক করে বেঁধে ফেলে। পরে তাকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়।
ঝিনাইগাতী থানার এস. আই তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মেয়েটি মুসলিম পরিবারের এবং ছেলেটি হিন্দু পরিবারের হওয়ায় এলাকায় মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মেয়েটি বর্তমানে সামান্য আহত এবং আতংকগ্রস্থ হওয়ায় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ শাহরিয়ার মিল্টন/শেরপুর