শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মেম্বার নাজমুল হাসান (৩০) কে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ বেলায়েত হোসেন (৩০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, রোববার গভীর রাতে পোড়াগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার ও সমেশ্চুরা গ্রামের আশরাফ দেওয়ানের ছেলে নাজমুল হাসান তার কয়েক জন বন্ধুদের নিয়ে স্থানীয় মধুটিলা ইকো পার্কে মদ খেতে যায়। এসময় তার সঙ্গিদের সাথে বাকবিতন্দ্বার এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে এলাকাবাসী সূত্রে জানাগেছে, নাজমুলের সাথে নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী একই গ্রামের আলম মিয়া রোববার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং স্থানীয় মধুটিলা ইকো পার্কের ভিতর পূর্ব শক্রতার জের ধরে তাকে মদ খাইয়ে শ্বসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায়।
পরে সোমবার সকালে নারিতাবাড়ি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
নালিতাবড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার জানান, ওই হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর