বৃহত পরিসরে যুদ্ধাপরাধের বিচার শুরু হচ্ছে। আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল হান্নান খাঁন বৃহস্পতিবার রাতে শেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।এ সময় তার সাথে ছিলেন অপরাধ তদন্ত দলের অপর দুই সদস্য এ এস পি মনোয়ারা বেগম ও ইন্সপেক্টর আতাউর রহমান ।
তদন্ত দলের সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ইতোমধ্যে মুক্তিযুদ্ধে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধে জড়িত বেশ কয়েক জনের বিচার কাজ শুরু হয়েছে। তাদের নামে তদন্ত রির্পোটও জমা দেওয়া হয়েছে । এখন বৃহত পরিসরে যুদ্ধাপরাধের বিচার শুরু করতে আমরা দেশের বিভিন্ন জায়গায় নতুন করে তদন্তকাজে হাত দিয়েছি।
ট্রাইব্যুনালের জনবল বাড়াতে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, খুব শীগ্রই দেশের বৃহত্তর জেলা ও উপজেলাতে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস খোলা হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার মিল্টন/শেরপুর