নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব নাসিম ওসমান বলেছেন, শেখ হাসিনার সাথে তার ছেলে জয়ও যদি না থাকে আমি নাসিম ওসমান তার সাথে থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা শীতলক্ষা সেতু বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। বর্তমানে টেন্ডারের পর্যায়ে রয়েছে।

আমি এ সময়মের মধ্যে শীতলক্ষা সেতু করতে না পারলে আর নির্বাচন করব না। তিনি বলেন, প্রধানমন্ত্রী চেয়েছেন আমার জাতীয় পার্টিকে শক্তিশালী করতে আমি জাতীয় পার্টিকে নারায়ণগঞ্জ এ আসনে শক্তিশালী করার কাজ অচিরেই হাতে নিচ্ছি। বিগত সরকারের সময় দেশে আইন শৃংখলা পরিসি’তি অনেক খারাপ ছিল। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশের আইন শৃংখলা পরিসি’তি অনেক উন্নয়ন হয়েছে। রোববার বিকালে বন্দর উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি এ কথা বলেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম বদরুন নাহানের সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় উপসি’ত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, আলেয়া বেগম, উপজেলা সহকারী কমিশনর (ভূমি) সৈয়দ এনামুল কবির, বন্দর থানার ওসি (তদন্ত) এমদাদ হোসেন, বন্দর থানা আওয়াম িলীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ, বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম নাজনিন আফরোজ, সহকারী শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল হক, হাজী ইব্রাহীম আলম চান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহাম্মদ হালিম মজহার,

জাতীয়পার্টি নেতা বাচ্চু মিয়া, আলহাজ্ব মহিউদ্দিন, আঞ্জুমান আরা বেগম, আওয়ামী লীগ নেতা এম এ আসগর, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান ও বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন ও বন্দর মুক্তিযোদ্ধা সংসদরে ডিপুটি কমান্ডার সুবেদার নুরুজ্জামান। সভায় মাদক, মদনপুরে ফ্লাইওয়ার, বন্দর খেয়াঘাটের যানজটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here