মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল দিবস উপলক্ষে সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে জেলা শহরের সোনারমোড় বালিগ্রাম এলাকায় সংগঠনটির কার্যালয়ের সামনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আয়াতনুর ইসলাম, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি রুহুল আমিন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাড. রবিউল ইসলাম রবু, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, সংগঠনটির সাধারণ সম্পাদক জহির রায়হানসহ অন্যান্যরা।
শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহত সদস্যদের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।