সৌন্দর্য বিশেষজ্ঞ কেয়া শেঠ এবার ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মেয়েদের নিয়ে ‘মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া’ প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের ১৬টি জেলার ১৬ জন মিস এবং মিসেস বাছাই করা হবে। আর বাংলাদেশের চার মহানগর ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার চার মিস ও মিসেস বাছাই করবে। এর পরে এঁদের মধ্য থেকে বাছাই হবে সেরা মিস এবং মিসেস। সম্প্রতি কলকাতা প্রেসক্লাবে আয়োজিত
সংবাদ সম্মেলনে কেয়া শেঠ এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
কেয়া শেঠ বলেন, এপ্রিল মাসে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের চার মহানগরে পৃথকভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মার্চ মাসে।