মারুফ সরকার, স্টাফ রির্পোটার ::

গত ০৮/০২/২০২৩ বুধবার থেকে “শেষ কথা”র শুটিং শুভ মহরতের মাধ্যমে শুরু হয়েছে ।ছবিটি প্রযোজনা ও পরিচালনায় করছেন কাজী মো:ইসলাম ।বিভিন্ন চরিত্রে অভিনয়ে- জয় চৌধুরী, জারা টাইরা, কাজি হায়াত, বড়দা মিঠু ,রেবেকা,ববি,সুব্রত, টাইগার রবি, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ ।ব্যানার -সচেতন ফিল্মস ।সুর ও মিউজিক – অমিত চ্যাটার্জি ও ফিরোজ প্লাবন।কথা- সুদীপ কুমার দীপ ও মুকুল নেত্রবাদী ।কন্ঠশিল্পী – অশোক সিং (ইন্ডিয়া),সালমা,মনির খান, বেলি আফরোজ।সার্বিক তত্বাবধায়নে – মোহাম্মদ আসলাম।

ছবিটির পরিচালক কাজী মো: ইসলাম জানান, আমাদের গাজিপুরে শুটিং শুরু হয়েছে ২০ তারিখ পর্যন্ত চলবে, এর পর ঢাকা এবং সিলেট বাকি সুটিং শেষ হবে ।আশা করি ছবিটি সবার ভালো লাগবে ।
এ ব্যাপারে ছবির নায়ক জয় চৌধুরী বলেন,গল্পটা একদম মৌলিক, একটি রিয়েল স্টোরি বেইজ। এখনকার যুগে দেখা যায় প্রেম এবং বিয়ে দুইটাই ব্যাবসায় পরিনত হয়েছে। আর একটা ছেলে যখন এমন ব্যাবসা করতে করতে কাউকে মন থেকে সত্যিকারে ভালোবেসে ফেলে।তার পর সত্যিই কোন উপাই থাকে না তার জিবনটাকে ভালো করে সাজানোর।

এমনই একটি চরিত্র প্লে করছি। দর্শকরা অনেক কিছু এই গল্প থেকে শিখতে পারলে যেটা প্রতি নিয়তই তাদের পরিবারে কাজে আসবে। হাসি কান্না কমিডি সব কিছু মিলিয়েই এই জীবনের গল্পটি সাজানো হয়েছে “শেষ কথা” ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here