বিনোদন প্রতিবেদক: টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ও পরিকল্পনায় সবসময় মুন্সীয়ানার পরিচয় দিয়ে থাকেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সম্প্রতি তার পরিকল্পনা ও নির্মাণে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি’তে প্রচার শুরু হয়েছে সঙ্গীতবিষয়ক নতুন আয়োজন ‘গানের বাজার’। অনুষ্ঠানের সেগমন্টেগুলো হচ্ছে- টপচার্ট, মিউজিশিয়ান অব দ্য উইক, মিউজিক ভিডিও, লাইভ সং পারফর্ম্যান্স। অনুষ্ঠানটি প্রচারের পরপরই দর্শকমহলে বেশ সাড়া পড়ে যায়। এর আগে শুভ্র’র পরিকল্পনা ও পরিচালনায় নির্মাণ ও প্রচার হয়- সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান, ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান এবং বেশ কয়েকটি রিয়্যেলিটি শো।
এই বিষয়ে জানতে চাইলে শুভ্র বলেন, ‘আমাদের টিভি মিডিয়ায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান দর্শকদের উপহার দিতে হয়। তবে সে আয়োজনগুলোতে ভিন্নতা আনা গুরুত্বপূর্ণ। যার ফলে অনুষ্ঠানটি দর্শক-শ্রোতারা উপভোগ করেন। তাই আমি বরাবরই চেষ্টা করি আমার অনুষ্ঠানে এমন কিছু রাখতে যা অন্য সবার চেয়ে কিছুটা হলেও আলাদা। আমার নির্মাণে সঙ্গীত বিষয়ক এ অনুষ্ঠানটিও তেমনই। যা দর্শকদের একঘেয়েমি থেকে মুক্তি দেবে। ইতিমধ্যেই অনুষ্ঠানটি নিয়ে বেশ প্রশংসা পাচ্ছি, ভালো লাগছে দর্শক অনুষ্ঠানটি গ্রহণ করায়। তাই আমি অনুষ্ঠান সংশ্লিষ্ট এনটিভি পরিবারের সবাইকে এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ওয়াহিদুল ইসলাম শুভ্র’র প্রযোজনায় এনটিভি’তে ‘গানের বাজার’ প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত ৯ টায়।