শুধু নৌকা মার্কা দেখে ভোট না দিতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায়  শনিবার তিনি এ আহবান জানান। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অনুষ্ঠিত ওই সভায় হিন্দু সম্প্রদায়ের ২১টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সাবেক এই রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘ভালো মানুষকে ভোট দেবেন। শুধু নৌকা দেখে ভোট দেবেন না। যাঁরা আপনাদের সঙ্গে থাকে তাঁদের ভোট দেবেন। নৌকায় ভালো মানুষ থাকলে ভোট দেবেন।
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি আরেকবার ক্ষমতায় আসলে আপনাদের মনে কোনো ব্যথা থাকবে না। অর্পিত সম্পত্তি আইন এখন কতটুকু বাস্তবায়ন হবে, তা জানি না। তবে আমি ক্ষমতায় আসলে এটা বাস্তবায়িত হবে—এটা নিশ্চিত।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here