গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর পূর্ব তীরে আগামী-কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের ৪৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ইজতেমায় যে সব বিদেশি মুসুলিস্নগন অংশ নিয়েছিলেন তাদের প্রায় অর্ধেকই শরীক হবেন এই পর্বে। ইতোমধ্যে দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিগণ দলে দলে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। ইজতেমা ব্যবস্থাপনা বিষয়ক জিম্মাদার গিয়াস উদ্দিন আহমেদ জানান, আগামী ২২ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত।
এ পর্বে দেশের বাকী ৩৩ জেলার মুসল্লিগণ অংশ নিচ্ছেন। তিন চিল্লায় (১২০ দিন) গিয়ে যারা তাবলীগের দাওয়াতের কাজ করেছেন তারাও বৃহসপতিবার ফিরছেন ইজতেমাস্থলে। এ পবের্র ইজতেমার নিরাপত্তায় র্যাব ও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি থাকবে প্রথম পর্বের মতোই। পুরো ইজতেমা মাঠকে ঘিরে আয়োজকদের যাবতীয় প্রস্তুতির পাশাপাশি ফ্রি মেডিক্যাল ক্যামপ, সার্বক্ষণিক পানি সরবরাহ, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও বিদ্যুত সরবরাহ, এ্যাম্বুলেন্সসহ অন্যান্য প্রস্তুতি আগের মতোই রয়েছে। এছাড়া আগত মুসল্লিদের চিকিতসাসেবা দেয়ার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় ৬টি ফ্রি-মেডিক্যাল ক্যামেপর মাধ্যমে চিকিৎসা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। টঙ্গী হাসপাতালে অতিরিক্ত বেডেরও ব্যবস্থা নেয়া হয়েছে বলে গাজীপুর সিভিল সার্জন ডাঃ সৈয়দ হাবিবউল্লাহ জানিয়েছেন। রাজধানী ঢাকা জেলার যে সব থানার মুসল্লি প্রথম পর্বে অংশগ্রহণ করেছিলেন সে সব থানা ছাড়া বাকী থানার মুসল্লিগণ এবার দ্বিতীয় পর্বের ইজতেমায় থাকছেন। গাজীপুর পুুলিশ সুপার জানান, দ্বিতীয় পর্বেও ইজতেমা এলাকায় মুসল্লিদের নিরাপত্তার
লক্ষ্যে প্রায় ১২ হাজার নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মেসাদ্দেক হোসেন/গাজীপুর