টঙ্গীর তুরাগ নদীর পাড়ে আজ শুক্রবার শুরু হচ্ছে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা। এবার দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে ৪৭তম এ বিশ্ব ইজতেমা। আগামী ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। দুই পর্বের ইজতেমায় আখেরী মোনাজাতও পৃথকভাবে অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী ১৫ জানুয়ারি প্রথম পর্বের এবং ২২ জানুয়ারি দ্বিতীয় পবের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই টঙ্গীর ইজতেমা ময়দানে অংশ নিতে দেশ-বিদেশ থেকে ধর্মপ্রাণ লাখ লাখ মুসল্লিরা জমায়েত হয়েছেন। আজ থেকে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও গতকাল বৃহস্পতিবার বাদ ফজর থেকেই মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেনের আম-বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে।
ইতোমধ্যেই ইজতেমা মাঠে নির্মিত বিশাল প্যান্ডেলে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে উঠেছে। প্যান্ডেলের ভেতরে ধনী-গরীব নির্বিশেষে মুসল্লিদের এক কাতারে সামিল হয়ে নামাজ আদায় কালে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ বিরাজ করতে দেখা যায়।
ইজতেমার আয়োজকরা আশা করছেন আজ শুক্রবার ইজতেমা মাঠে বৃহত্তম জুমআর নামাজে অগণিত মুসল্লিদের ঢল নামবে।
ধর্ম প্রতিমন্ত্রীর স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া গতকাল বৃহস্পতিবার দুপুরে ইজতেমা মাঠ পরিদর্শন শেষে হামদর্দ, ইসলামিক ফাউন্ডেশন, ইবনেসিনাসহ বিনামূল্যের কয়েকটি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। হামদর্দ এর ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউসুফ হারুন ভূইয়া’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, ধর্ম সচিব কাজী হাবিবুল আওয়াল, ওয়াকফ প্রশাসক মোঃ নূরুল হুদা, টঙ্গী পৌরসভার মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর, জনকল্যাণ, ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, যমুনা ব্যাংক ফাউন্ডেশন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ও র্যাপিড এ্যাকশন বেটালিয়নসহ (র্যাব) সরকারি-বেসরকারি ৪৪টি ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খন্দকার মোঃ সিফায়েত উল্লাহ গতকাল বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় ডেন্টালের ডিজি (হেলথ) অধ্যাপক ডাঃ মোঃ ফারুক, গাজীপুরের সিভিল সার্জন ডাঃ সৈয়দ হাবিব উল্লাহ, ডাঃ রুহুল ফোরকান সিদ্দিকী, ডাঃ আমির হোসাইন রাহাত প্রমূখ উপস্থিত ছিলেন।
টঙ্গী হাসপাতালে ১৪ জন ভর্তি
ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত ৮৫ জনকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ১৪ জনকে টঙ্গী হাসপাতালে ভর্তি এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই হাসপাতালের আরএমও ডাঃ ইসমাইল হোসেন সিরাজী।
৩ পকেট মার আটক
ইজতেমা মাঠের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় ইজতেমা স্থলে পকেটমার, ব্যাগটানাসহ বিভিন্ন অপরাধ অনেকটা হ্রাস পেয়েছে। তা সত্ত্বেও গতকাল পুলিশ ইজতেমা মাঠের আশপাশ এলাকা থেকে ৩ পকেটমারকে আটক করেছে।
বাস ও ট্রেন সার্ভিস
বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে ১০০টি বিআরটিসি বাস রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে চলাচল শুরু করেছে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ে ২৬টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে। টঙ্গী রেলওয়ে জংশনে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিদেশী মেহমানদের জন্য প্যান্ডেল
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে ইতোমধ্যেই এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা থেকে প্রায় ৪ হাজার মেহমান ইজতেমা মাঠের আন্তর্জাতিক নিবাসে উপস্থিত হয়েছেন। আজ শুক্রবারের মধ্যে আরো কয়েক হাজার বিদেশী মেহমান উপস্থিত হবেন বলে আয়োজকরা আশা করছেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ইজতেমা মাঠ পরিদর্শন
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল বৃহস্পতিবার সকালে ইজতেমা মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি ইজতেমা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং স্যানিটেশনসহ মাঠের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে খোঁজ খবর নেন।
পুলিশকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী’র
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা বিধানে পুলিশকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গী টেলিফোন শিল্প সংস্থার মাঠে পুলিশ ব্রিফিং অনুষ্ঠানে তিনি ওই নির্দেশ দেন। পরে তিনি ইজতেমা মাঠ পরিদর্শন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান, গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন, টঙ্গী পৌরসভার মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর