স্টাফ রিপোর্টার:: মেহেরপুরে পৌষের কনকনে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘মেহেরপুর ভাবনা’ নামক একটি সামাজিক সংগঠন।
শনিবার(২৬ ডিসেম্বর) সংগঠনটির উদ্যোগে বাচ্চাদের জন্য হুডি ও কম্বল বিতরণ করা হয়।
মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এস এস সি ব্যাচ-২০০৯ সহযোগিতায় ও মেহেরপুর ভাবনার উদ্যোগে প্রায় ৮০ পিছ কম্বল ও ১০০ পিছ বাচ্চাদের হুডি বিতরণ করা হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিল সংগঠনটির সভাপতি তানভির আল মামুন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, প্রধান সমন্বয় কারী রাতুল আহমেদ।
এছাড়াও রাহুল,নুসরাত জামাল,টিনা,মিম,রশ্নী,জুই,দ্বীপ,মাইমুনা,ফরিদ প্রমুখ উপস্থিতি ছিলেন।