ডেস্শীক রিপোর্ট:: প্রতিবছরের ন্যায় এবারও ‘মেহেরপুর ভাবনা’ সংগঠন মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়িয়েছে। ‘শীত উচ্ছ্বাস’ নামক এই ইভেন্টের মাধ্যমে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ অসহায় মানুষকে শীতবস্ত্র প্রদান করেছে সংগঠনটি।

শনিবার (২১ ডিসেম্বর) মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয় মেহেরপুর ভাবনা।

নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম এবং মেডিকেল অফিসার ডা. তারেক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌন্দর্য আরও বাড়িয়ে দেন।

এছাড়াও, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এবং গোপালনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মেহেরপুর ভাবনার সভাপতি রাতুল আহমেদের নেতৃত্বে মেহেরপুর ভাবনা সর্বমোট ৩০০ মানুষের জন্য শীতবস্ত্র প্রদান করা হয়। শিশুদের জন্য ছিল নতুন পোশাক এবং বয়স্কদের জন্য ছিল উষ্ণ চাদর।

শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে, ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে চিকিৎসকেরা স্বেচ্ছায় আসেন এবং সেবাপ্রত্যাশীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। মেহেরপুর ভাবনার যুগ্ম সাধারণ সম্পাদক শাওন শেখ এই মেডিকেল ক্যাম্পের সমন্বয় করেছিলেন।

এদিনের আরেকটি বিশেষ উদ্যোগ ছিল পিঠা উৎসব, যা সবার জন্য আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিতদের জন্য ছিল সম্পূর্ণ ফ্রি, অন্যদের জন্য অর্থ দিয়ে কেনার ব্যবস্থা করা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ এ উৎসবটি সঞ্চালন করেন।

মেহেরপুর ভাবনার এই আয়োজন একটি মহৎ উদ্যোগ, যা শীতার্ত মানুষের জন্য উষ্ণতা নিয়ে এসেছে এবং তাদের মুখে হাসি ফুটিয়েছে। সদস্যদের আন্তরিকতার ফলে এই উদ্যোগ সফল হয়েছে, যা ভবিষ্যতে আরও অনেককে অনুপ্রাণিত করবে বলে মনে করেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here