ইরাকে শিয়া তীর্থযাত্রীদের ওপর কয়েক-দফা বোমা হামলায় ২৫ জনেরও বেশী নিহত হয়েছে।

বাগদাদের মধ্য দিয়ে তীর্থে যাওয়া শিয়াদের ওপর কমপক্ষে তিনটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।

সবচেয়ে বড় হামলা হয়েছে হিল্লা শহরের আল-নীল এলাকায় যেখানে গাড়ি বোমা হামলায় নারী ও শিশু সহ ১৬ জন প্রাণ হারায় বলে পুলিশ নিশ্চিত করেছে।

পৃথক ঘটনা ঘটেছে উত্তরের শহর উর, লতিফিয়া এবং মাশতাল শহরে।

আল-নীল শহরে গাড়ি বোমা হামলার পর প্রত্যক্ষদর্শীরা বলছেন ধর্মীয় মিছিলটি যখন প্রায় শেষ হবে তখনই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।

শিয়াদের ধর্মীয় অনুষ্ঠান আশুরার অনুষ্ঠানে এই হামলা চালানো হয়।খবর : বিবিসি

আশুরার দিনটি মুসলমানদের মধ্যে শিয়া সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত।

গত দু’বছর ধরে ইরাকের নিরাপত্তা বাহিনী দেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

আর এমাসের শেষের দিকে যে ১০ হাজার আমেরিকান সৈন্য এখনো ইরাকে রয়েছে তারাও দেশে ফেরত যাবে।

ইরাকের কর্তৃপক্ষ বলছে তারা দেশের নিরাপত্তা দিতে সক্ষম।

যদিও গত মাসে প্রায় দুই শতাধিক লোকের মৃত্যুর পর অনেকেই এ বিষয়ে সন্দিহান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here