‘আনন্দময় শৈশব চাই সুখী সুন্দর বাংলাদেশে’ শ্লোগানে বয়রার পাবলিক কলেজ প্রাঙ্গণ মুখরিত করে অনুষ্ঠিত হলো শিশুস্বর্গ খেলাঘর আসরের ৭ম দ্বিবার্ষিক সম্মেলন।
১০ ফেব্রুয়ারি, শুক্রবার বিকাল ৪:০০টায় অনুষ্ঠিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর দিলীপ কুমার দত্ত, কলামনিস্ট অধ্যাপক আনোয়ারুল কাদির, নাগরিক নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, খুলনা পাবলিক কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরী, খেলাঘর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য শরিফুল ইসলাম সেলিম ও জাতীয় পরিষদ সদস্য মাহফুজুর রহমান মুকুল। সম্মেলনে সভাপতিত্ব করেন শিশুস্বর্গের বিদায়ী সভাপতি অশোক কুমার মণ্ডল।
সম্মেলনে আলমগীর ইসলাম লাবলু ও মাইনুল ইসলাম সাকিবকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সম্মেলন শেষে খেলাঘরের শিশুকিশোররা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।