ডেস্ক রিপোর্টঃঃ  দরজায় কড়া নাড়ছে বিপিএলের অন্তিম মুহূর্ত। বাকি শুধু শিরোপা নির্ধারণী ম্যাচ। মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের ফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছে কুমিল্লা।

মাশরাফি বিন মর্তুজা বরাবরই ভাগ্যবান অধিনায়ক। নেতৃত্ব দিয়ে বিপিএলের সাত টুর্নামেন্টের চারটিতেই শিরোপা জিতেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। অন্যদিকে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সও কম যায় না। বিপিএলের সবচেয়ে সফল দলটির ঝুলিতে আছে তিনটি শিরোপা।

আরও একটা জিনিস অবশ্য বলতেই হয়। বিপিএলের ইতিহাসে ফাইনালে গিয়ে এখন পর্যন্ত কোনোবারই হারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু রেকর্ডটা মাশরাফির ক্ষেত্রেও সমান প্রাসঙ্গিক। ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে চারটি বিপিএলের ফাইনাল খেলে শতভাগ সফল সাবেক টাইগার অধিনায়ক।

এবারের বিপিএলে মোট তিনবার দেখা হয়েছে কুমিল্লা-সিলেটের। শেষ দেখায় সিলেটকে সহজেই হারিয়েছিল কুমিল্লা। তবে লিগ পর্বে প্রথম ম্যাচেই সিলেটকে হারের মুখ দেখিয়েছিল মাশরাফির দল। লিগের দ্বিতীয় ম্যাচে জিতেছিল সিলেট। তাই প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ থাকছে মাশরাফি-মুশফিকদের।

কুমিল্লা একাদশঃ লিটন দাস, সুনীল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস(অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মঈন আলী, জাকের আলী, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম।

সিলেট একাদশঃ তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, লুক উড, রুবেল হোসেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here