মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় শিবসা নদীর চরভরাটি সরকারি জমি থেকে অবৈধ দখল মুক্ত করতে উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। গত ৩ দিনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আরাফাত হোসেন অভিযান চালিয়ে বেকু মেশিনে পৌরসভা ঘেষা শিবসার চরভরাটি জমিতে একাধিক বাঁধবন্ধি ও বাসা উচ্ছেদ করে শতাধিক বিঘার সরকারি জমি উদ্ধার করেছেন।

জানাগেছে, জলবায়ুর বিরূপ প্রভাবে কালের বিবর্তনে এক সময়ের ক্ষরস্রোতা শিবসা নদী জোয়ারভাটা বন্ধ হয়ে পলি জমতে থাকে। পর্যায়ক্রমে তা চরভরাটি জমিতে পরিণত হয়ে নৌচলাচল বন্ধ হয়ে যায়। নদীর দু’পাড়ে ব্যাপক এলাকা জুড়ে শত-শত বিঘার সমতল ভূমি জেগে উঠে। এ সুযোগে প্রভাবশালী মহল ও ভূমি দস্যুরা চরভরাটি জমি দখলে তৎপর হয়ে উঠে। দু’পাড়ে  কেউ-কেউ বাপ দাদার রেকর্ডিয় জমি আবার অনেকে সিকস্তি জমি দাবি করে পর্যায় ক্রমে শত-শত বিঘা জমি দখল করে বাঁধ দিয়ে ঘের করেন।

অভিযোগ উঠে সবকিছু ম্যানেজ করে পৌরসভা প্রান্ত সহ নদীর বুকে বাঁধ বন্ধি সহ মৎস্য কাটার নামে নদীর জমিতে বালি ভরাট করে স্থাপনা সহ পাঁকা প্রাচীর নির্মাণ করা হয। শেষ পর্যন্ত নদীর চরভরাটি জমি দখল নিয়ে নানামুখি অভিযোগের প্রেক্ষিতে সরকারি জমি রক্ষার্থে স্থানীয় উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করেছেন। সরকারি জমি থেকে অবৈধ দখল মুক্তর ঘোষণা দিয়ে

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, চরভরাটি জমি থেকে সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here