মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের একক ঘরে পুনর্বাসিত ও ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণকারী উপকারভোগী ২৮ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে এডিপির অর্থায়নে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব। বক্তারা বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগীদের মূল স্নোতধারায় ফিরিয়ে নানা উদ্যোগ নিয়েছে সরকার।

এরই ধারাবাহিকতায় দারিদ্র বিমোচন ও পুনর্বাসনে প্রকল্পটি অগ্রণী ভূমিকা রাখবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here