মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আন্তজেলা কানসাট ক্লাব কাপ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ঐতিহ্যবাহী কানসাট ক্লাবের আয়োজনে রাজবাড়ি মাঠে শুক্রবার বিকেলে কানসাট ক্লাব কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও রাজশাহী মহানগরীর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কানসাট ক্লাবের সভাপতি শহিদুল হক হায়দারী শহীদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মোঃ সেফাউল মূলক, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী (মাহামুদ মিঞা), কানসাট ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবেদীসহ হাজারো ফুটবল প্রেমীরা।

কানসাট ক্লাব কাপ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে রাজশাহী ফুটবল দল বনাম সন্তোষ ফুটবল একাডেমি রংপুর। নির্ধারিত সময়ে খেলায় সমতা হওয়ায় ট্রাইবেকার মাধ্যমে
সন্তোষ ফুটবল একাডেমি রংপুর বিজয়ী হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here