ঢাকা: খুব শিগগিরই মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সুরঞ্জিত সেন বলেন, মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেয়ার পর থেকেই অন্তর্বর্তীকালীন ছোট সরকার গঠন করা হবে। এটি হবে সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার।
তিনি বলেন, নির্বাচন কমিশন খুব শিগগিরই তফসিল ঘোষণা করবে। এছাড়া আগামী মন্ত্রিসভার পর থেকেই মনোনয়ন ও ফরম পূরণের কাজ শুরু হবে।
তিনি বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে ৪, ৫ ও ৬ অক্টোবরের হরতাল প্রত্যাহার করার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া গণভবনের দাওয়াত এখনো বহাল আছে। তাই হরতাল প্রত্যাহার করে গণভবনে আসুন, আলোচনা করুন। কিন্তু হরতালের মতো কর্মসূচি দিয়ে আলোচনা হতে পারে না। কারণ কর্মসূচি আর আলোচনা একসঙ্গে চলতে পারে না।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, সময় যতো গড়িয়ে যাচ্ছে আলোচনার পথও ক্ষীণ হয়ে আসছে। তাই সময়ক্ষেপণ না করে আলোচনায় বসুন। অন্তর্বর্তীকালীন সর্বদলীয় মন্ত্রিসভায় আপনারা দলের কাকে রাখবেন সেই নাম দিন। আপনার গুরুত্বপূর্ণ মন্ত্রী দরকার আছে কি না সেটা নিয়ে আলোচনা করুন।
এছাড়াও বেগম খালেদা জিয়াকে জামায়াত-হেফাজতের রাজনীতি ছেড়ে গণতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসার অনুরোধ জানিয়েছেন সুরঞ্জিত।
সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- বুয়েটের শিক্ষক ড. ইনামুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, মুক্তিাযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া (কানু) প্রমুখ।